🌟 “Welcome to the Former Bangladesh Mission Member's Welfare Association in New York.” In the diaspora, we stand together in unity, prosperity, love, and a shared commitment to support one another as one family. 🌟

📢 Notices

*জরুরী ঘোষনা *

Bismillahir Rahmanir Rahim
بسم الله الرحمن الرحيم
আনন্দের সংবাদ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় সহকর্মী ও পরিবারের সদস্যবৃন্দ,
প্রবাসে থাকা আমাদের সবার জন্য এক আনন্দের খবর ও সুসংবাদ হলো— আমেরিকায় অবস্থিত ১টি মিশন (Washington DC) এবং ৩টি কনস্যুলেট (New York, Los Angeles, ও Florida) থেকে এখন বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (National ID Card) তৈরি করা যাবে আলহামদুলিল্লাহ। প্রবাসীরা খুব শীঘ্রই একটি অ্যাপের (App) মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে ভোট প্রদান করতে পারবেন, ইনশাআল্লাহ।

জাতীয় পরিচয়পত্র তৈরি করার জন্য কী কী শর্ত ও ডকুমেন্ট প্রয়োজন, তা সংশ্লিষ্ট কনস্যুলেটে ফোন করে জেনে নিতে পারবেন। আপনারা নিজ নিজ স্থানে বসে অনলাইন লিংকের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। লিংকটি এখনো প্রকাশ করা হয়নি — প্রকাশ করা হলে সবাইকে অবহিত করা হবে ইনশাআল্লাহ।

আমি ব্যক্তিগতভাবে যেকোনো নতুন তথ্য পেলে আপনাদেরকে দ্রুত জানাব ইনশাআল্লাহ। সকলকে অনুরোধ করছি— নিজে এবং পরিবারের সদস্যদের, বিশেষ করে সন্তানদের, জাতীয় পরিচয়পত্র তৈরি করে নিন। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

মোল্লা মজিবর রহমান
সাধারন সম্পাদক

📢 Notices

*জরুরী ঘোষনা *

সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী শনিবার, ১৬ আগস্ট ২০২৫ তারিখে আমাদের সমিতির পক্ষ থেকে সকল সদস্য ও তাদের পরিবারবর্গকে নিয়ে একটি বারবিকিউ পার্টি আয়োজনের কথা ছিল, যা পূর্বে অনুষ্ঠিত সভায় আলোচনার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত ছিল। কিন্তু সাময়িক কিছু অনিবার্য অসুবিধার কারণে উক্ত অনুষ্ঠান বর্তমানে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ নির্ধারিত হলে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সমিতির পক্ষ থেকে এই অনাকাঙ্ক্ষিত স্থগিতাদেশের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। সভাপতির আদেশক্রমে পোষ্ট করা যাচ্ছে। শুভেচ্ছান্তে, মোল্লা মজিবর রহমান সাধারন সম্পাদক BMCWS

বিজ্ঞপ্তি

প্রিয় সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেকোনো ধরনের বার্তা পোস্ট করার পূর্বে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন নেওয়া আবশ্যক। আমাদের এই সংগঠনটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, কল্যাণমুখী ও ভ্রাতৃত্বপূর্ণ সংগঠন। তাই আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের গ্রুপের পক্ষ থেকে যেকোনো ধরনের বার্তা কোথাও পোস্ট বা প্রেরণ করার পূর্বে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন নেওয়া আবশ্যক। তাই, আমরা এমন কিছু পোস্ট না করি যাতে পরবর্তীতে বিভ্রান্তি, মতভেদ বা অপ্রাসঙ্গিক আলোচনা সৃষ্টি করতে পারে। আমরা যেন ভ্রাতৃত্ব, সহানুভূতি ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ থেকে সকলে মিলে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে পারি—এটাই আমাদের প্রত্যাশা। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায়। শুভেচ্ছান্তে, মোক্তার হোসেন সভাপতি

মীটিং এর সিদ্ধান্ত

গত ২৬ জুলাই ২০২৫, শনিবার, নিউ ইয়র্কের জামাইকার কলাপাতা রেস্টুরেন্টে সন্ধ্যা ৬:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত আমাদের সমিতির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত সদস্যদের উপস্হিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। * সভায় যেসব বিষয় আলোচনা ও সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়: * সদস্য ও সদস্য পরিবারের মধ্য পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সমিতির ভবিষ্যৎ কার্যক্রমকে সফলভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা। * উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী পরিষদ পুনর্গঠন। * সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ। * প্রতি মাসে $১০ (দশ ডলার) করে নিয়মিত চাঁদা নির্ধারণ। আলোচিত বিষয়গুলো এবং গৃহীত সিদ্ধান্তসমূহ পর্যায়ক্রমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে ইনশাআল্লাহ। সদস্য ফি জমা ও ফর্ম পূরণ: সদস্য ফর্ম WhatsApp গ্রুপে শেয়ার করা হয়েছে। আপনারা ন্যূনতম ৬ মাস বা ১ বছরের চাঁদা এককালীন পরিশোধ করতে পারবেন। চাঁদা প্রদানের জন্য নিচের নাম্বারে Zelle করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে অথবা ক্যাশ দিবারও সুযোগ আছে।

Home Page