LOGO
সম্মানিত সকল সহকর্মীবৃন্দ,
আসসালামু আলাইকুম।
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের প্রিয় অবসরপ্রাপ্ত সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু জনাব আব্দুল লতিফ ভূইয়া গত মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৩৪ মিনিটে, নিউইয়র্কের একটি স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী , দুই কন্যা ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম জনাব আব্দুল লতিফ ভূইয়া ১৯৯০ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি হয়ে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন এবং দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁর ছোট-বড় সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই গভীর শোক সইবার তাওফিক দান করেন।
সবার কাছে মরহুমের জন্য দোয়া কামনা করছি। আমিন।
নামাজে জানাজার স্থান ও সময় এখনো নির্ধারিত হয়নি। জানা মাত্রই আপনাদের অবগত করা হবে, ইনশাআল্লাহ।
মোল্লা মজিবর রহমান
সাধারন সম্পাদক লিখবেন
আমরা গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের প্রিয় একজন অবসরপ্রাপ্ত সহকর্মী জনাব কাজী হাফিজুর রহমান, যিনি ১৯৯৪ সালে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি হয়ে যোগদান করেছিলেন, তিনি সোমবার , ৪ আগস্ট ২০২৫, বাংলাদেশ সময় বিকাল ৪:০০ টায় হৃদরোগজনিত কারণে ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন — ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ যেন তার ছোট বড় সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই গভীর শোক সইবার শক্তি দান করেন। সবাই দোয়া করবেন। আমিন
আমরা গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ২১ জুলাই ২০২৫ তারিখে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং পথচারীসহ বহু প্রাণ অকালে ঝরে যায়। বিশেষভাবে শোক প্রকাশ করছি বাংলাদেশ বিমান বাহিনীর বীর বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট জনাব তৌকির ইসলাম সাগর-এর অকালমৃত্যুতে, যিনি কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এই ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়া যাঁরা আহত অবস্থায় চিকিৎসাধীন, তাঁদের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে আন্তরিক প্রার্থনা করছি। একইসঙ্গে দেশবাসীর দোয়াও কামনা করছি। এই সংকটময় মুহূর্তে যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন—সশস্ত্র বাহিনী, বিমান ও নৌবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিভিন্ন পেশাজীবীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। পরম করুণাময় মহান আল্লাহপাকের নিকট প্রার্থনা করছি—তিনি যেন সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, আহতদের সুস্থতা দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন। জনাব মোক্তার হোসেন সভাপতি জনাব মোল্লা মজিবর রহমান জেনারেল সেক্রেটারী